ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫,
সময়: ১০:৪২:১০ AM

ভারতে গার্ডার লঞ্চিং ভেঙে নিহত ১৬

ডেস্ক নিউজ।। দৈনিক সমবাংলা
01-05-2025 10:42:10 AM
ভারতে গার্ডার লঞ্চিং ভেঙে নিহত ১৬

ভারতে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।মঙ্গলবার (১ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যের থানেতে এ দুর্ঘটনা ঘটে।ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়েছে, থানের শাহপুরের কাছে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে অন্তত ১৬ জন নিহত ও তিনজন আহত হয়েছেন। রাজ্যটির সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ের তৃতীয় পর্যায়ের নির্মাণকাজে মেশিনটি ব্যবহার করা হচ্ছিল বলে জানা গেছে।