ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫,
সময়: ১০:২৭:০২ AM

ফতুল্লায় মামলায় আসামি রিজভীসহ ৩৪

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
03-08-2025 10:27:02 AM
ফতুল্লায় মামলায় আসামি রিজভীসহ ৩৪

ফতুল্লা থানায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৩৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।বুধবার (১ নভেম্বর) ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোরে ফতুল্লার ভুইগড় এলাকায় নাশকতার অভিযোগে বিএনপি নেতাদের আসামি করা হয়েছে এতে।মামলার জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বারী ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বারসহ ৩৪ জনকে আসামি করা হয়।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম গণমাধ্যমকে জানান, একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।