ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫,
সময়: ০৫:৫৯:৩৮ PM

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ওরিন্টেশন সভা

মেহেরপুর জেলা প্রতিনিধি।। দৈনিক সমবাংলা
02-08-2025 05:59:38 PM
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ওরিন্টেশন সভা

মেহেরপুর ৪৭৫টি কেন্দ্রে শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন এ প্লাস ভিটামিন। আজ মঙ্গলবার সকাল ৮টায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন মহিউদ্দিন আহেম্মদ। তিনি জানান, সারা দেশের ন্যায় মেহেরপুরে একযোগে ৬৮৬৫৭ জন শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাসের শিশুদের জন্য নিল কালারের এবং ১২ থেকে ৫৯ মাসের শিশুদের জন্য লাল কালারের ক্যাপসুল। মেহেরপুর স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী মোট শিশুর সংখ্যা ৬৮৬৫৭ জন। মেহেরপুর সদর,গাংনী,মুজিবনগর তিনটি উপজেলাতে স্থায়ী কেন্দ্র ৬টি এবং অস্থায়ী কেন্দ্র ৪৫৬টি এছাড়াও অতিরিক্ত কেন্দ্র ৯টি ও ভ্রাম্যমান ৪টি মোট কেন্দ্র ৪৭৫টি। কেন্দ্রগুলোতে সরকারী-বেসরকারী মিলে ৯৫৩ জন কর্মী নিয়োজিত আছে।