ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫,
সময়: ০৮:১৩:৫৬ AM

মেহেরবা প্লাজায় অগ্নিকাণ্ড, তিনজন উদ্ধার

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
02-08-2025 08:13:56 AM
মেহেরবা প্লাজায় অগ্নিকাণ্ড, তিনজন উদ্ধার

রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ধোঁয়ায় আটকে পড়া নারীসহ তিনজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।রোববার (২১ জানুয়ারি) সকাল ৭টা ৩৩ মিনিটে আগুন লাগার সংবাদ ফায়ার সার্ভিস। পরে চারটি ইউনিটের চেষ্টায় সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান।  তিনি বলেন, মেহেরবা প্লাজার ১৬তলা ভবনের ১৫তলায় আগুন লাগে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ধোঁয়ায় আটকে পড়া দুজন পুরুষ একজন নারীসহ তিনজনকে উদ্ধার করা হয়েছে।