ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫,
সময়: ০৪:৪৫:১২ AM

নয়াপল্টনে ৬৩ নম্বর বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
10-06-2024 12:03:10 PM
নয়াপল্টনে ৬৩ নম্বর বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামাদির সন্ধান পেয়েছে র‌্যাব। সোমবার (১০ জুন) সকাল থেকে বাড়িটি ঘিরে রাখে র‌্যাব-৩ এর আভিযানিক একটি দল।বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর।তিনি জানান, অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনা করছে একটি চক্র। তারা নয়াপল্টনের একটি বাড়িতে ( বাড়ি নং-৬৩) এ ব্যবসা করে আসছিল বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে লাখ লাখ টাকা উপার্জন করতেন তারা। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। কিছু সময়ের মধ্যে অভিযান পরিচালিত হচ্ছে।অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাব-৩ এর অধিনায়ক।