ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫,
সময়: ০৯:৪৫:৫৫ PM

কামরুল ইসলাম চৌধুরী আর নেই

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
31-07-2025 09:45:55 PM
কামরুল ইসলাম চৌধুরী আর নেই
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক " কামরুল ইসলাম চৌধুরী "হাসপাতালে মারা গেছেন(ইন্না-লিল্লাহে ওয়াইন ইন্না-লিল্লাহি রাযি উইন )। প্রিয় কামরুল ভাই আর নেই। দেশের পরিবেশ সাংবাদিকতার পথিকৃৎ। এ ভাবে হঠাৎ করে চলে যায় মানুষ? কামরুল ভাইর আত্মার শান্তি কামনা করি। পরিবারের প্রতি সমবেদনা।