ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫,
সময়: ০৭:৩৮:৪৮ PM

রাজশাহী স্টেশনে বনলতা এক্সপ্রেস লাইনচ্যুত

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
05-05-2025 01:44:01 PM
রাজশাহী স্টেশনে বনলতা এক্সপ্রেস লাইনচ্যুত

রাজশাহীর একমাত্র বিরতিহীন আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে।  সোমবার (৫ মে) সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় এই দুর্ঘটনা ঘটে।ট্রেনটি ওই একই সময় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।এর ফলে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশের সময় একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়। এতে ওই বগিটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।এ ঘটনায় ট্রেনটির ‘ঠ’ বগি লাইনচ্যুত হয়েছে। বগিটির এক প্রান্তের চারটি চাকা রেললাইন থেকে নিচে নেমে গেছে। এর সামনের ইঞ্জিনের সঙ্গে তিনটি বগি সংযুক্ত রয়েছে। তাই লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধার না হওয়া পর্যন্ত রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকাসহ অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকালের ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেসসহ অন্যান্য রুটের ট্রেন যথাসময়ে চলাচল করেছে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শহীদুল ইসলাম জানান, সোমবার ভোর ৬টায় বনলতা এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে। সকাল ৭টার দিকে রাজশাহী স্টেশনে ঢোকার পর বিকট শব্দ শোনা যায়। পরে দেখা যায়, ট্রেনটির ‘ঠ’ বগির একটি চাকা লাইনচ্যুত হয়েছে। বগিটি উদ্ধারে তাঁরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। দ্রুততম সময়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছাড়তে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তবে অন্য আন্তঃনগর ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে গেছে। এ ঘটনায় কেবল রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচলকারী একটি লোকাল মেইল ট্রেন আটকে আছে। বনলতা এক্সপ্রেস ট্রেনটি সোমবার বেলা ১২টায় ঢাকা পৌঁছানোর কথা ছিল। কিন্তু বগি লাইনচ্যুত হওয়ায় উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত সময়ে পৌঁছানো সম্ভব নয়। এ কারণে ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।  এজন্য সংশ্লিষ্টদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন রেলওয়ে কর্মকর্তা।