ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫,
সময়: ০২:২০:৩১ PM

বিমান বিধ্বস্তে সংকটাপন্ন এখনও ৫ জন

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
25-07-2025 09:02:58 PM
বিমান বিধ্বস্তে সংকটাপন্ন এখনও ৫ জন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও পাঁচজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছে।এ ছাড়া শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আগামী শনিবার (২৬ জুলাই) বেশ কয়েকজনকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে।শুক্রবার (২৫ জুলাই) বিকেলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।  তিনি বলেন, এই ঘটনায় শুক্রবার পরপর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখনও ৪০ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে ক্রিটিক্যাল অবস্থা পাঁচজনের। তাদের আইসিইউতে রাখা হয়েছে। এদের চাইতে একটু কম গুরুতর অর্থাৎ সিপিআর ক্যাটাগরিতে রয়েছে ১০ জন। ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে পোস্ট অপারেটিভ রয়েছে আরও ১০ জন। ক্যাবিনে রয়েছে ১৫ জন।  

নাসির উদ্দিন বলেন, যে কয়জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাদের ভেতর থেকে দুজনের কিছুটা উন্নতি হয়েছে। তারা নিজে নিজে শ্বাস নিতে পারছে। এই ৪০ জন রোগীর মধ্যে আগামী শনিবার ৪ থেকে ৫ জনকে আমরা ছুটি দিতে পারব।  তিনি আরও বলেন, আজ সিঙ্গাপুর, চীন ও ভারতের চিকিৎসকদল আমাদের সঙ্গে এসব রোগীদের বিষয়ে মিটিং বসেছিলেন। তারা রোগীদের দেখেছেনও।