ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫,
সময়: ১০:২৭:২৭ PM

আইনশৃঙ্খলা বাহিনীর পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
28-07-2025 03:40:50 PM
আইনশৃঙ্খলা বাহিনীর পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস । সোমবার (২৮ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।প্রধান উপদেষ্টা নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নিরাপত্তা বাহিনীকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।