ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫,
সময়: ০৩:১৫:৪৮ PM

বাসে আগুন: চালক পুড়ে নিহত,দুইজন আহত

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
11-11-2025 01:19:27 PM
বাসে আগুন: চালক পুড়ে নিহত,দুইজন আহত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের চালক জুলহাস উদ্দিন (৩৮) আগুনে পুড়ে মারা গেছেন। সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে পৌর এলাকার ভালুকজান ইসলাম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।নিহত জুলহাস উদ্দিন পৌর সদরের ভালুকজান মাছের আড়ত সংলগ্ন এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, রাত সোয়া ৩টার দিকে ভালুকজান ইসলাম ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা আলম এশিয়া পরিবহনের একটি বাসে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে পুরো বাসটি পুড়ে যায় এবং চালক জুলহাস ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও দুজন যাত্রী আহত হয়েছেন।স্থানীয় বাসিন্দা বাবুল শিকদার বলেন, “গভীর রাতে খবর পাই একটি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে গিয়ে দেখি গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে, আর চালক অঙ্গার হয়ে গেছে।”ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের বাসটি ভালুকজান পেট্রোল পাম্পের সামনে পার্ক করা ছিল। গভীর রাত হওয়ায় চালকসহ বাসে থাকা মা ও ছেলে ভোরের অপেক্ষায় ছিলেন। হঠাৎ একদল দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মা ও ছেলে জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও চালক জুলহাস আগুনে পুড়ে মারা যান।”

পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।