ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫,
সময়: ০৯:৪৪:০৪ PM

উদ্বেগ ও আতঙ্কের মিশ্র পরিবেশ সারাদেশে

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
12-11-2025 08:03:45 PM
উদ্বেগ ও আতঙ্কের  মিশ্র পরিবেশ সারাদেশে
রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে আগামী ১৩ নভেম্বর দেশজুড়ে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি জেলায় আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি, সাম্প্রতিক সহিংস ঘটনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো নানা গুজব সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। রাজধানীর বিভিন্ন স্থানে ইতোমধ্যে গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে রাজধানীর ন্যাশনাল হাসপাতালের সামনে প্রকাশ্যে গুলি চালিয়ে এক ব্যক্তিকে হত্যা করা হয়। একইদিনে চট্টগ্রামে বিএনপি মনোনীত এক প্রার্থীর গণসংযোগ সভায় গুলি চালানোর ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
এছাড়া মোহাম্মদপুরে একটি স্কুলের ভেতরে ককটেল নিক্ষেপের ঘটনাও আতঙ্ক আরও বৃদ্ধি করেছে। এসব ঘটনার পর সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছে — আসলে কী ঘটতে যাচ্ছে বৃহস্পতিবার, ১৩ নভেম্বর?
রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার দুপুর থেকেই রাস্তা ও মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট স্থাপন করেছে। সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত টহল জোরদার করেছে। পুলিশ, র‌্যাব ও ডিবির পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবিও মোতায়েন করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমরা পুরো শহর নজরদারির আওতায় রেখেছি। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, বিএনপি, জামায়াতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। তাদের এ ঘোষণাকে ঘিরেও রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে।

মতিঝিল, ফার্মগেট, মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় সাধারণ মানুষকে খুবই সতর্ক অবস্থায় দেখা গেছে। অনেকেই প্রয়োজন না থাকলে ঘর থেকে বের না হওয়ার পরিকল্পনা করছেন। অফিসপাড়াগুলোতেও বুধবার থেকেই উপস্থিতি কম ছিল।

মিরপুরের এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়ানো হচ্ছে। কেউ বলছে, বৃহস্পতিবার সকালে রাস্তা বন্ধ থাকবে, কেউ বলছে দোকানপাট খুলবে না। আমরা চিন্তায় আছি, অফিসে যাব কি না।”

ফেসবুক ও এক্সে (টুইটার) কিছু ভুয়া অ্যাকাউন্ট থেকে ‘১৩ নভেম্বর ভয়াবহ কিছু ঘটবে’ এমন পোস্ট ভাইরাল হয়েছে। পুলিশ বলছে, এগুলো সম্পূর্ণ গুজব।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) বিপ্লব কুমার সরকার বলেন, “১৩ নভেম্বর নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন। সন্ত্রাসীরা জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। রাজধানী ও সারাদেশে স্বাভাবিক পরিস্থিতি বজায় আছে।”

তিনি আরও বলেন, “সাধারণ জনগণ যেন ভয় না পান। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার সব ধরনের যানবাহন ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকভাবে চলবে।”

বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক উত্তেজনার এই সময়টিতে গুজব ও ভয়ভীতি দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। তারা সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে, যাচাই করা তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন।

সবমিলিয়ে, ১৩ নভেম্বরকে ঘিরে দেশজুড়ে অপেক্ষা, উদ্বেগ ও আতঙ্কের মিশ্র পরিবেশ বিরাজ করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জনগণকে আশ্বস্ত করা হয়েছে— দেশে স্বাভাবিক জীবনযাত্রা বজায় থাকবে, ভয় পাওয়ার কিছু নেই।