ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫,
সময়: ১০:০৫:০৫ PM

জেনেভা ক্যাম্পে মিলল বোমার কারখানা

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
14-11-2025 07:47:14 PM
জেনেভা ক্যাম্পে মিলল বোমার কারখানা

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বোমার কারখানার সন্ধান পেয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে কারখানাটির সন্ধান পায় পুলিশ। এসময় সেখান থেকে ককটেল তৈরির কয়েক বস্তা সরঞ্জামও উদ্ধার করা হয়।পুলিশ জানায়, জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরে মুক্তারের একটি পরিত্যক্ত বাড়ির ভেতর দীর্ঘদিন ধরে ককটেল বানানো হচ্ছিল। কারখানাটির সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৩৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, এ সেক্টরে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বুনিয়া সোহেল মাদক বিক্রির পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ককটেল বানানোর কারিগর এনে ককটেল বানিয়ে তা পুরো ঢাকায় ছড়িয়ে দিতো।

‎তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান তাজা ককটেল বোমা, ককটেল বানানোর কয়েক বস্তা সরঞ্জাম ও বিপুল পরিমান হেলমেট উদ্ধার করি।’তিনি আরও জানান, ‘এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’