ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫,
সময়: ০৯:০৮:৫১ AM

বিএসএমএমইউতে ডাক্তারদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
06-08-2025 09:08:51 AM
বিএসএমএমইউতে ডাক্তারদের বিক্ষোভ

ভাতা বাড়ানোর দাবিতে বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভূক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তাররা বিক্ষোভ করছেন।  শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে এই বিক্ষোভ কর্মসূচির কথা থাকলেও তারা তা করতে পারেননি।তারা বিএসএমএমইউয়ের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পুলিশের বিভিন্ন ইউনিট রমনা জোনের এডিসি হারুনের নেতৃত্বে হাসপাতালের ফটকে অবস্থান নিয়েছে। রোববার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে ডাক্তাররা বিএসএমএমইউয়ের বটতলায় সমাবেত হন। অপরদিকে পুলিশের বিভিন্ন টিম ভাগ হয়ে হাসপাতালের গেটগুলোতে অবস্থান নেয়। ডাক্তাররা বের হওয়ার চেষ্টা করেন এবং দাবি আদায়ের জন্য স্লোগান দেন।