ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫,
সময়: ০৩:০৯:৪০ AM

আ'লীগ উন্নয়নে বিশ্বাসী:খসরু চৌধুরী

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
28-07-2025 03:09:40 AM
আ'লীগ উন্নয়নে বিশ্বাসী:খসরু চৌধুরী

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ খসরু চৌধুরী (সিআইপি) বলেছেন, আওয়ামী লীগ শান্তি ও উন্নয়নে বিশ্বাসী। আওয়ামী লীগ কখনও সন্ত্রাস করে না। আওয়ামী লীগ জনগণের দল, তাই তারা জনগণের পক্ষে কাজ করে। অন্যদিকে বিএনপি লালন করে প্রতিহিংসা, ষড়যন্ত্র আর পরশ্রিকাতরতা। তাদের মাঝে কৃতজ্ঞতাবোধ নেই, তারা কৃতঘ্ন। তারা জন্মলগ্ন থেকে রাজনীতির সুষ্ঠু ধারা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিবেশকে কলুষিত করে আসছে।তিনি সোমবার বিকালে বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে উত্তরখান মাজার এলাকায় উত্তর খান আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব পথ সভায় এসব কথা বলেন।

 

খসরু চৌধুরী বলেন, এ দেশের রাজনীতিতে প্রতিহিংসার দেয়াল তুলেছে বিএনপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। এ দেশে বিএনপিকে আর নৈরাজ্য করতে দেয়া হবে না। তাদের সকল ষড়যন্ত্র বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। আশা করছি বিএনপি নেতাদের শুভবুদ্ধির উদয় হবে। তারা ধ্বংসের পথ থেকে সরে আসবে।

 

এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ সভাপতি নাজিম উদ্দিন ও আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মিলন বক্তব্য রাখেন।