ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫,
সময়: ১০:১৩:১৫ PM

খালেদা জিয়া ভালো চিকিৎসা পাচ্ছে:আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
06-11-2025 10:13:15 PM
খালেদা জিয়া ভালো চিকিৎসা পাচ্ছে:আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও এখন যে মুক্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।আনিসুল হক বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে আমার কাছে কোনো আবেদন আসেনি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। এরপর আমাদের কাছে মতামত চাওয়া হবে।বিএনপির হরতাল কর্মসূচির হুংকারের বিষয়ে আইনমন্ত্রী বলেন, কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।মন্ত্রী কসবার একাধিক অনুষ্ঠানে যোগ দিতে মহানগর এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা থেকে আখাউড়ায় যান। সেখান থেকে তিনি সড়ক পথে কসবায় যান।