ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫,
সময়: ০৪:৪৩:২৫ AM

জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আটক

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
07-09-2025 04:43:25 AM
জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে আটকের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার। তিনি জানান, বুধবার বেলা ১১টার দিকে উত্তরাস্থ ১৪ নং সেক্টর ১৮ নং সড়কের বাসা থেকে তাকে আটক করেছে পুলিশ।এর আগে গতকাল রাত ১১টা থেকেই বাসা ঘিরে রাখে পুলিশ।   তিনি বলেন, আকন্দ সাহেব শারীরিকভাবে খুবই অসুস্থ। তার ওপেনহার্ট সার্জারি করা হয়েছে। ২৪ অক্টোবর রাত পর্যন্ত ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল এম আর আই করেছেন। আজ হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।  বুধবার সকালে একটি অ্যাম্বুলেন্সে করে পুলিশের সদস্যরা মতিউর রহমানকে নিয়ে গেছেন বলেও জানান আতাউর রহমান।