ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫,
সময়: ১১:৫৬:৪৯ AM

অবরোধে দিনের চেয়ে সন্ধ্যায় গাড়ি বেশি

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
05-08-2025 11:56:49 AM
অবরোধে দিনের চেয়ে সন্ধ্যায় গাড়ি বেশি

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ চলছে। এ অবস্থায় সকালে রাজধানীতে যানবাহনের চাপ কিছুটা কম ছিল। তবে সন্ধ্যায় ব্যক্তিগত গাড়ি অন্যান্য যানবাহন বেড়েছে। আবার কোনো কোনো সড়কে দেখা গেছে যানজটও। বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ, ফার্মগেটসহ বেশ কয়েকটি এলাকায় এ চিত্র দেখা যায়।এদিকে অবরোধে দূরপাল্লার বাস তেমন ছাড়েনি। তবে ঢাকার মধ্যে গণপরিবহন চলছে। সকালের থেকে সন্ধ্যার পর যান চলাচল বাড়ে। ফলে শাহবাগ, ফার্মগেট, বিজয় সরণী মোড়ে যানজট দেখা গেছে।রাজধানীর ফার্মগেটে সিএনজিচালক আব্দুল খালেক  বলেন, রাস্তা কিছুটা ফাঁকা। তবে সন্ধ্যায় গাড়ির চাপ বেশি ছিল। শাহবাগে স্বচ্ছ নামের এক ব্যক্তি  বলেন, অবরোধের কারণে বাইরে যেতে ভয় হয়। তবে খুব দরকার বলে বের হতে হয়েছে।এদিকে প্রথমে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। হরতালের পর ৭২ ঘণ্টার অবরোধের ঘোষণা দেয়। এরপর ৩ ও ৪ নভেম্বর বিরতি দিয়ে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দেওয়া হয়। সেই অবরোধ শেষ হলে ৭ নভেম্বর বিরতি দিয়ে ৮ নভেম্বর থেকে আরও ৪৮ ঘণ্টা টানা অবরোধ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এই কর্মসূচি শেষে নতুন কর্মসূচি ঘোষণার কথাও জানিয়েছে দলটি।