ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫,
সময়: ০৪:১৭:২৩ PM

বিএনপির আরও তিনদিনের কর্মসূচি

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
12-09-2025 04:17:23 PM
বিএনপির আরও তিনদিনের কর্মসূচি

৭ জানুয়ারির নির্বাচন বাতিল, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, বিরোধীদলের নেতাকর্মীদের নামে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার, মিথ্যা সাজা বাতিল, গায়েবি মামলা বন্ধ, বিরোধীদলের নেতাকর্মীদের নির্যাতন বন্ধ একদফা দাবিতে ২, ৩ ও ৪ জানুয়ারি লিফলেট বিতরণ ঘোষণা করেছে বিএনপি।সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। রিজভী বলেন, মঙ্গললবার (২ জানুয়ারি), বুধবার (৩ জানুয়ারি) ও বৃহস্পতিবার (৪ জানুয়ারি) অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো।