ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫,
সময়: ১২:৫৯:৪২ PM

আ.লীগবিহীন নির্বাচনের জরিপের ফল

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
24-09-2025 03:18:44 PM
আ.লীগবিহীন নির্বাচনের জরিপের ফল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ না নিতে পারলে বিএনপি ৪৫ দশমিক ৬ শতাংশ, জামায়াতে ইসলামী ৩৩.৫ শতাংশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৪.৭ শতাংশ ভোট পেতে পারে। বেসরকারি সংস্থা ইনোভিশন কনসাল্টিংয়ের এক জরিপে এমন আভাস মিলেছে।বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাওয়ের জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে প্রতিষ্ঠানটি ‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক এ জরিপের ফলাফল প্রকাশ করে। জরিপটিতে অংশ নেন ১০ হাজার ৪১৩ জন উত্তরদাতা। এতে ৬৯ দশমিক ৫ শতাংশ গ্রামের এবং ৩০ দশমিক ৫ শতাংশ শহুরে নাগরিক ছিলেন। তারা ভোট দেওয়ার যোগ্য। নমুনা কাভার করেছে দেশের আটটি বিভাগের ৬৪টি জেলা এবং ৫২১টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিট।জরিপের তথ্য অনুযায়ী, স্থানীয় রাজনীতিতে বিএপির প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন ৮.২ শতাংশ মানুষ, যেখানে জামায়াতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন ১৩.৭ শতাংশ। এছাড়া এনসিপির প্রতি সন্তুষ্ট ৯.১ শতাংশ মানুষ। আর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি সন্তুষ্টির কথা প্রকাশ করেছে ৬.৩ শতাংশ মানুষ। জরিপ থেকে জানা যায়, জরিপে অংশগ্রহণকারীরা রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের অসন্তুষ্টিও জানিয়েছেন। যেখানে বিএনপির কার্যক্রমে একদমই সন্তুষ্ট নন ১৪.৫ শতাংশ মানুষ। জামায়াতের প্রতি ১৪.১ শতাংশ, এনসিপির প্রতি ২১.৫ শতাংশ এবং আওয়ামী লীগের প্রতি ২০.২ শতাংশ মানুষ একদমই সন্তুষ্ট নন।জরিপের ফলাফলে আরও বলা হয়, এবারের নির্বাচনে ৬৫.৫ শতাংশ মানুষ প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দিতে আগ্রহী। যেখানে মাত্র ১৪ শতাংশ মানুষ ভোট দেবেন দলীয় প্রতীক দেখে।