 
                                    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি মনোনীত সাবেক মেয়র প্রার্থী এবং বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক পরামর্শ সহায়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন পারিবারিকভাবে বাগদান সম্পন্ন করেছেন।গতকাল শুক্রবার (১০ অক্টোবর) রাতে এক ঘরোয়া পারিবারিক আয়োজনে ইশরাক হোসেন বিয়ের আংটি পরান ব্যারিস্টার নুসরাত খানকে। নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য ও টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।ইশরাক হোসেন ঢাকা অবিভক্ত সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার বড় ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, হঠাৎ করেই পারিবারিক সিদ্ধান্তে বাগদান সম্পন্ন হয়েছে। দুই পরিবারই সবার কাছে নবদম্পতির জন্য দোয়া কামনা করেছেন।
 
                     
                            