ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫,
সময়: ০৪:৩৫:৪৯ AM

গণভোট না হলে নির্বাচনের মূল্য নেই:জামায়াত

ষ্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
01-11-2025 09:27:16 PM
গণভোট না হলে নির্বাচনের মূল্য নেই:জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় নির্বাচন কোনোভাবেই কার্যকর হবে না। গণভোট ছাড়া নির্বাচন মূল্যহীন—এটা ‘দুই পয়সারও মূল্য রাখে না’। যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে যাত্রাবিরতিকালে শুক্রবার (৩১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, “আমাদের অবস্থান একদম পরিষ্কার—গণভোট আগে হতে হবে। না হলে নির্বাচনের কোনো মূল্য নেই। এ দেশের মানুষ সর্বত্র অবিচারের শিকার। এই অবস্থায় কেউই দেশকে আর এভাবে দেখতে চায় না। আমরা সবাই মিলে এই দেশটাকে বদলাতে চাই। আমাদের সুযোগ দিন, কারও প্রতি অবিচার করব না।”


‘বাস্তবসম্মত মেনিফেস্টো আসছে’

ডা. শফিকুর রহমান জানান, জামায়াতে ইসলামী আসন্ন নির্বাচনের আগে তাদের ইশতেহার (মেনিফেস্টো) ঘোষণা করবে, তবে বর্তমানে তা প্রকাশ করা হবে না।
তিনি বলেন, “আমরা ইলেকশন ঘোষণার আগে মেনিফেস্টোর কিছু প্রকাশ করব না। জাতিকে মিথ্যা আশ্বাস দেব না। আমাদের মেনিফেস্টোর সঙ্গে একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনাও থাকবে।”


‘দুর্নীতিবাজদের কারণে পরিবর্তন থেমে গেছে’

জামায়াত আমির বলেন, “জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে বড় পরিবর্তন এসেছে। প্রত্যাশা ছিল সমাজে কোনো অনিয়ম বা বৈষম্য থাকবে না। কিন্তু দুর্নীতিবাজরা সমাজের সবখানে বসে আছে, তাই মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি। প্রত্যেক মানুষ নিগৃহীত।”

তিনি আরও বলেন, “দুর্নীতির বিরুদ্ধে আমাদের আপসহীন লড়াই চলবে। জামায়াতে ইসলামী এই লড়াইয়ে জনগণের পাশে থাকবে।”


‘দুর্নীতি এখন পাকিস্তান আমলের চেয়েও ভয়াবহ’

ডা. শফিকুর রহমান বলেন, “দুর্নীতি এখন পাকিস্তান আমলের চেয়েও ভয়াবহ রূপ নিয়েছে। তখন কোনো ঘুষখোর অফিসার এলে সবাই জানত, আর এখন যদি কোনো সৎ কর্মকর্তা আসে, মানুষ অবাক হয়ে যায়! সমাজে যখন দুর্নীতি নিত্যদিনের অংশ হয়ে যায়, তখন সে সমাজ মাথা তুলে দাঁড়াতে পারে না।”

তিনি আরও বলেন, “আমাদের শিক্ষাব্যবস্থা বিধ্বস্ত। সর্বত্র দুর্নীতির সয়লাব। যেখানেই যাওয়া হোক, মানুষ অবিচারের শিকার।”


প্রবাসীদের ভোটার হওয়ার সময় বাড়ানোর আহ্বান

সংবাদ সম্মেলনে জামায়াত আমির প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানান।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যেকোনো অপরাধের বিরোধী। অপরাধী সে সেনাবাহিনীর সদস্য হোক বা সাধারণ নাগরিক—অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই দেখতে হবে।”


সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, ব্যারিস্টার নজরুল ইসলামসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। ডা. শফিকুর রহমান শনিবার রাতে দেশে ফিরছেন।