ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫,
সময়: ১০:৩৪:৩৩ PM

”হাত পাখা ও দাঁড়িপাল্লার প্রার্থীরা মানুষকে বিভ্রান্ত করছে”

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
06-11-2025 08:16:25 PM
”হাত পাখা ও দাঁড়িপাল্লার প্রার্থীরা মানুষকে বিভ্রান্ত করছে”

হাত পাখা ও দাঁড়িপাল্লার প্রার্থীরা মানুষকে বিভ্রান্ত করছে, বেহেশতে যাওয়ার প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনে প্রাথমিকভাবে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।তিনি বলেছেন, এখন আর আওয়ামী লীগ নেই। এক সময় আশপাশে অনেক আওয়ামী লীগ কর্মীকে দেখা যেত, কিন্তু তারা সবাই তাদের নেত্রী শেখ হাসিনার সঙ্গে পালিয়ে গেছে। এখন দেশে বিএনপি ছাড়া আর কোনো বড় রাজনৈতিক দল নেই। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আর খালেদা জিয়া নির্বাচন করবেন, এমপি হবেন, আমাদের নেতৃত্ব দেবেন।বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে মহিলাদলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে এবিএম মোশাররফ হোসেন বলেন, হাত পাখা ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা মানুষকে বিভ্রান্ত করছে-বেহেশতে যাওয়ার প্রলোভন দেখিয়ে ভোট চাইছে। এসব প্রতীকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। 

তিনি দাবি করেন, শুধু কলাপাড়ায় নয়, সারা বাংলাদেশে হাত পাখা প্রতীক কোনো আসনেই জয়ী হতে পারবে না। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ধানের শীষই বিজয়ী হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি মো. জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, উপজেলা বিএনপির সদস্য মো. মনিরুজ্জামান মনির ও সহ-সভাপতি মো. নুরুল কবির ঝুনু।অনুষ্ঠান উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা মহিলাদলের সভানেত্রী আলমা আক্তার লিলি। প্রধান বক্তা ছিলেন উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদিকা মোসা. নার্গিস আক্তার।

সম্মেলনে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে মহিলাদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত ভূমিকা নিতে হবে। তৃণমূল পর্যায়ে দলকে ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখতে সবাইকে কাজ করার আহ্বান জানান তারা।