ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫,
সময়: ০৯:৪০:২৮ PM

বিএনপি চাঁদাবাজি ও মামলাবাজিতে ব্যস্ত:নাসীরুদ্দীন

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
12-11-2025 08:01:19 PM
বিএনপি চাঁদাবাজি ও মামলাবাজিতে ব্যস্ত:নাসীরুদ্দীন

জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশে গণভোট হবে, তা বিএনপি ১০০ বছর অপেক্ষা করলেও ঠেকাতে পারবে না। বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, জামায়াতসহ আট দলের দাবি আদায় হলে ঘরে ফিরবে। নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপিকে জনগণের পালস বুঝে রাজনীতি করার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি চাঁদাবাজি ও মামলাবাজিতে ব্যস্ত, এক বছরের কার্যক্রমে জনগণের কোনো প্রকৃত সেবা দিতে পারেনি। তিনি দেশের বর্তমান প্রজন্মের জন্য সংস্কারের গুরুত্বেও জোর দেন। সরকারের সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্র ও জনগণের মধ্যে দূরত্ব বেড়েছে। ইউনূস সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একপক্ষীয়ভাবে কাজ করছে, আন্দোলনকারী শিক্ষক, চিকিৎসক ও নার্সদের পিটিয়ে দিচ্ছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, জনগণের অধিকার নিশ্চিত করুন এবং একটি স্বাস্থ্য কাঠামো প্রদান করুন।