ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫,
সময়: ০৫:০৯:৩৫ AM

আহতদের পাশে দাঁড়ান নেতা কর্মীদের খালেদা জিয়ার

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
21-07-2025 09:54:49 PM
আহতদের পাশে দাঁড়ান নেতা কর্মীদের খালেদা জিয়ার
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।সোমবার (২১ জুলাই) ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে বেদনাদায়ক ও হৃদয়বিদারক বলে আখ্যা দেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের তথ্যসূত্রে, দলটির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিহত ও আহতদের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের জন্য রক্তদানের আহ্বানও জানিয়েছেন তারা।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার পরপরই দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উত্তরার ঘটনাস্থলে গিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করেছেন। আহতদের চিকিৎসা, রক্তদানের সমন্বয়সহ সার্বিক বিষয়ে তদারকি করছেন তারা।

দলীয় সূত্রে জানা গেছে, লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে ঘটনাটি পর্যবেক্ষণ করছেন এবং প্রতিটি মুহূর্তের আপডেট নিচ্ছেন।