ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫,
সময়: ০৭:৩৬:৫৭ PM

যারা নির্বাচনে বাধা সৃষ্টি করছেন তারা কি চায় প্রশ্ন দুদু”র

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
30-07-2025 04:49:17 PM
যারা নির্বাচনে বাধা সৃষ্টি করছেন তারা কি চায় প্রশ্ন দুদু”র

যারা নির্বাচনে বাধা সৃষ্টি করছেন, তারা পক্ষান্তরে স্বৈরাচারের পক্ষে অবস্থান নিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।বুধবার (৩০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।নির্বাচন কবে হবে-এমন প্রশ্ন রেখে দুদু বলেন, স্বৈরতন্ত্রের পতন তখনই সার্থক হবে, যখন গণতন্ত্রের উত্তরণ সম্পন্ন হবে। যদি গণতন্ত্রের উত্তরণ সম্ভব না হয়, তাহলে স্বৈরতন্ত্র ফিরে আসার ঝুঁকি থেকে যায়। যারা আজকে বিভিন্ন অজুহাতে গণতন্ত্রের উত্তরণের যে নির্বাচন, সেই নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বা বাধা দিচ্ছেন-তারা পক্ষান্তরে স্বৈরতন্ত্রের পক্ষেই অবস্থান নিচ্ছেন।  সরকারের প্রতি বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, বিএনপি প্রায় ১৬ বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। যারা আজকে স্বৈরতন্ত্রের পতনে বিএনপির ভূমিকাকে খাটো করে দেখছেন, তাদের বলব-বিএনপি যখন আন্দোলন শুরু করেছিল, যাদের বয়স এখন ২৬ থেকে ২৮, তারা তখন শিশু ছিল। হিসাব করলে দেখা যাবে, তাদের ভাত মা খাইয়ে দিতেন। কিন্তু তারা যখন ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়কে অস্বীকার করছে, তখন বোঝা যায়, তারা অহংকারে ভুগছে।  

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, আপনি প্রতিটি মন্ত্রণালয়ে ছাত্রদের একজন করে প্রতিনিধি রেখেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ছেলে পুলিশ নিয়ে গুলশানের একটি বাড়ি থেকে ৫০ লাখের ১০ লাখ টাকা নিয়ে এসেছে। যখন আরও ৪০ লাখ আনতে গিয়েছিল, তখন ধরা পড়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশকে ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে-এটা আপনি জানেন। আপনি ছাত্রদের মুরুব্বি বানিয়েছেন, কর্তৃত্ব দিয়েছেন, ফলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। এর কিছুটা দায় আপনারও নেওয়া উচিত।  

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমরা আপনার (প্রধান উপদেষ্টা) সমালোচনা করি যেন আপনি একটি ভালো নির্বাচন দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে সহায়তা করেন। না হলে অনেক জটিলতা তৈরি হতে পারে। তাই যেকোনোভাবে, যেকোনো উপায়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।  

চাঁদাবাজদের উদ্দেশে সাবেক এই সংসদ সদস্য বলেন, যারা চাঁদাবাজি করছেন, দল গঠন করছেন এবং বিএনপির বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন, তাদের বলব-এখন সময় না, আরও সময় আছে। আপনারা যদি নিজেদের পরিণতি নিয়ে না ভাবেন, তাহলে ভুল করবেন। এখন যারা আপনাদের ব্যবহার করছেন-উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ক্ষমতাবানরা-তারা সেই সময়ে আপনাদের পাশে থাকবে না, এটাই বাস্তবতা।  

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মুক্তার আকন্দ। আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকন ও  জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির।