ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫,
সময়: ০৮:১০:৫০ AM

জামায়াত আমিরের বাইপাস সার্জারি শনিবার

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
01-08-2025 04:29:52 PM
জামায়াত আমিরের বাইপাস সার্জারি শনিবার

হাসপাতালে ভর্তি আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল শনিবার তার বাইপাস সার্জারি হবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জামায়াত আমিরের সফল অস্ত্রোপচার ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি। মিয়া গোলাম পরওয়ার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, ‘আল্লাহ তায়ালা যেন আমাদের প্রিয় রাহবারকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন এবং পূর্ণ সক্ষমতা নিয়ে দ্বীনের ময়দানে ফিরে আসার তাওফিক দান করেন।জানা গেছে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। গত বুধবার তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা দ্রুত বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন।এদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজ শুক্রবার বলা হয়েছে, সুষ্ঠু চিকিৎসার স্বার্থে, আজ থেকে বাকি সময়টা শুভাকাঙ্ক্ষী, সুহৃদ ও বন্ধুমহলকে সাক্ষাতের জন্য না এসে দোয়া করার জন্য আন্তরিক অনুরোধ। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রিয়জনকে সুস্থ রাখুন।