ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫,
সময়: ০৪:০০:০৭ AM

আমিনবাজারে বিএনপির মঞ্চ ভাঙচুর

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
30-10-2025 04:00:07 AM
 আমিনবাজারে বিএনপির মঞ্চ ভাঙচুর

সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর দুই প্রবেশমুখ ধোলাইখাল ও আমিনবাজারে সমাবেশের কর্মসূচি ছিল বিএনপির। গতকাল সোমবার দুপুরের পর সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গত রাত দেড়টার দিকে আমিনবাজারে চিশতি ফিলিং স্টেশন সংলগ্ন সমাবেশের জন্য তৈরি মঞ্চ ভাংচুর করা হয়েছে। সাভার থানার ওসি ফোর্স নিয়ে মঞ্চ ভাংচুর করেছেন বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়। তিনি জানিয়েছেন, সাভার থানার ওসি রাত দেড়টার দিকে আমাকে ফোন করে বলেন, আপনারা আগামীকাল সমাবেশ করতে পারবেন না, আমরা সমাবেশের মঞ্চ ভেঙে দিচ্ছি। আমি ওসিকে জিজ্ঞেস করলাম- রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখনতো পুলিশ কিছু জানায়নি। রাত দেড়টার দিকে কেন মঞ্চ ভেঙে দেয়ার কথা বলছেন। ওসি বলেন, আওয়ামী লীগ সমাবেশ করতে পারেনি, আপনারাও এখানে সমাবেশ করতে পারবেন না। নিপুন রায় বলেন, আমিনবাজারের আজকের সমাবেশটি স্থগিত করা হয়েছে। সমাবেশটি আগামীকাল মঙ্গলবার একইস্থানে অনুষ্ঠিত হবে। ওদিকে আজ দুপুরের পর ধোলাইখালের সমাবেশটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।