ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫,
সময়: ০৭:২৯:৩৯ AM

মিরপুরে আজও সড়ক অবরোধ শ্রমিকদের

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
01-05-2025 07:29:39 AM
মিরপুরে আজও সড়ক অবরোধ শ্রমিকদের

বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্ট শ্রমিকরা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।এতে ওই এলাকার এক পাশের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিক্ষোভে অংশ নেওয়াদের মধ্যে বেশিরভাগই মিরপুর ১৩ ও ১৪ নম্বরের চিটাগং গার্মেন্টস, ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজসহ আশপাশের গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের বেতন নূন্যতম ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন। নতুন নির্ধারণ করা ১২ হাজার ৫০০ টাকা বেতন তা তারা মানেন না। এদিকে আশেপাশে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, সকালে শ্রমিকরা রাস্তায় নেমেছেন। বিস্তারিত পরে জানানো হবে।