ঢাকা, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪,
সময়: ০৫:৪২:৪০ AM

কেরানীগঞ্জে সিলেন্ডার বিস্ফোরণ,নিহত ৪

মোঃ শাকুর খান শুভ, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি।। দৈনিক সমবাংলা
07-10-2024 11:22:27 AM
কেরানীগঞ্জে সিলেন্ডার বিস্ফোরণ,নিহত ৪

ঢাকা জেলার কেরানীগঞ্জের  রোহিতপুর বোডিং মার্কেটে একটি হোটেলের গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। ০৫ অক্টোবর (শনিবার)  সন্ধ্যা সাড়ে ৭টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী  জানান,   মায়ের দোয়া বিরিয়ানির পার্শ্ববর্তী একটি কাবাবের দোকানের সামনে রাখা সিলিন্ডারের সঙ্গে নবাবগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় বিস্ফোরণ হয়ে মুহূর্তেই আগুন ধরে যায়। এ সময় হোটেল কর্মচারী মারাত্মকভাবে আহত হন। সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার পরে লোকজন এদিক-সেদিক এলোমেলো ছোটাছুটি করতে থাকে। অন্য প্রত্যক্ষদর্শী জানায়, রামেরকান্দা বোর্ডিং এ বিরিয়ানির দোকানে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ কাজল মিয়া জানান, কেরানীগঞ্জের রোহিতপুর বোডিং মার্কেট এলাকার মায়ের দোয়া হোটেলের আগুনে এখন পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এক দোকান থেকে পাশে থাকা আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। মৃতদের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি বলে জানান তিনি।