ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫,
সময়: ১০:৪৭:০৭ PM

ইমরানকে ছাড়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

আর্ন্তজাতিক ডেস্ক।। ঢাকাপ্রেস২৪.কম
30-04-2025 10:47:07 PM
ইমরানকে ছাড়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে দ্রুত মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন সে দেশের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আদালত এই আদেশ দেন।খবর ডন।  একইসসঙ্গে আদালত তার গ্রেপ্তারকে বেআইনি বলে আখ্যা দিয়েছেন আদালত। পাশাপাশি সুপ্রিম কোর্ট সাবেক এই প্রধানমন্ত্রীকে ইসলামাবাদ আদালতের দ্বারস্থ হতে বলেছেন।শুনানি শেষে পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল ইমরানকে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ দেন। এর আগে ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে হাজির করতে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোকে (এনএবি) নির্দেশ দেন।

তিন সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চে ছিলেন প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল, বিচারপতি মুহাম্মদ আলি মাঝহার ও বিচারপতি আতহার মিনাল্লাহ।শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, আদালত আজ উপযুক্ত আদেশ দেবে। এই বিষয়ে আদালত বেশ সতর্ক রয়েছে।