ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫,
সময়: ০৬:১৪:৪৩ PM

‘মার্চ টু সচিবালয়’, হামলা হলে কঠোর কর্মসূচি

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
14-10-2025 12:51:53 PM
‘মার্চ টু সচিবালয়’, হামলা হলে কঠোর কর্মসূচি

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছেন হাজার হাজার শিক্ষক। দুপুর ১২টার ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু হয়। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ ব্যানারে শিক্ষক-কর্মচারীরা এ কর্মসূচি পালন করছেন।এদিকে সারাদেশে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন সমমনা শিক্ষক-কর্মচারীরা।কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত শিক্ষকরা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন করতে  সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ যাত্রা শুর করছেন তারা।আজ ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে শিক্ষকদের ওপর হামলা করা হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব শিক্ষক আবুল বাশার। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচিতে বলেন, দুপুরে আমরা মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারী ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন যতক্ষণ জারি না হবে, ততক্ষণ রাজপথ ছেড়ে যাব না।
এদিকে  সারা দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বর্তমানে কর্মবিরতি পালন করে যাচ্ছেন। তারা প্রতিদিন নিয়মিতভাবে বিদ্যালয়ে উপস্থিত থাকলেও কোনো শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না, পাঠদান কার্যক্রমেও অংশ নিচ্ছেন না। বিদ্যালয়ের আঙ্গিনা, শিক্ষক লাউঞ্জ কিংবা অফিসকক্ষে বসেই তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।