ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫,
সময়: ০৬:২৫:৫৮ PM

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যালের গুদামে আগুন

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
14-10-2025 01:23:01 PM
মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যালের গুদামে আগুন

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যালের গুদামে আগুন লেগেছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার কিছু আগে রূপনগরের শিয়ালবাড়ি এলাকার কসমিক ফার্মা নামে একটি প্রতিষ্ঠানে এ আগুন লাগে।আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। আগুনের তীব্রতা বাড়ায় আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বেলা ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। এরপর ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল বাহিনী। আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।প্রাথমিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার ঘটনায় কারখানাটির আশপাশের সড়ক দিয়ে যান চলাচল বিঘ্নিত ঘটছে।