
দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। চলতি বছরের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৭৯১ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার (২০ অক্টোবর) বিকেলে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৯৪২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে মারা গেছেন আরও চারজন। এ নিয়ে এ বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু ২৪৯ জনে পৌঁছেছে।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চলমান আবহাওয়ায় এডিস মশার বিস্তার ঠেকাতে না পারলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। জনসাধারণকে মশকনিধন ও সচেতনতার প্রতি জোর দেওয়ার আহ্বান জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মারা যাওয়া চারজনের মধ্যে দুজন রাজশাহী বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের এবং একজন ঢাকা দক্ষিণ সিটির। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৪৯ জনের। এর মধ্যে গত সেপ্টেম্বর মাসে মৃত্যু হয়েছে ৭৬ জনের। এ ছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারি মাসে তিনজনের মৃত্যু হয়েছে। মার্চ ছিল মৃত্যুহীন। এপ্রিলে ৭, মে মাসে ৩ জনের মৃত্যু হলেও বাড়তে থাকে জুন মাস থেকে। জুনে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়। জুলাইয়ে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪১ জনে আর আগস্টে মৃত্যু ছিল ৩৯ জনের। চলতি অক্টোবরে এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।