ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫,
সময়: ০৮:২৫:৩৩ PM

বাসে তরুণীকে হেনস্তা, রমজান পরিবহনের কর্মী গ্রেপ্তার

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
01-11-2025 12:54:57 PM
বাসে তরুণীকে হেনস্তা, রমজান পরিবহনের কর্মী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে চলন্ত বাসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক তরুণীকে হেনস্তার অভিযোগে রমজান পরিবহনের কর্মী নিজাম উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার তিন দিন পর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে তাকে আটক করা হয়। র‍্যাব জানায়, গ্রেপ্তার নিজাম উদ্দিন রমজান পরিবহনের কন্ডাক্টর ও চালকের সহকারী হিসেবে কাজ করতেন। ভিডিওচিত্রে দেখা যায়, ধানমন্ডি ১৫ থেকে বছিলা গামী রমজান পরিবহনের একটি বাসে যাত্রার সময় নিজাম উদ্দিন সামনের আসনে বসা এক তরুণীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে তরুণী প্রতিবাদ করলে নিজাম উদ্দিন উঠে তাকে চড় মারেন। তরুণীও আত্মরক্ষার্থে জুতা খুলে পাল্টা আঘাত করেন। একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে, তবে তরুণী সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন।

র‍্যাব-৪ এর মেজর আবরার ফয়সাল সাদী জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর হেনস্তাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করা হয়। পরে নিজাম উদ্দিনকে বছিলা এলাকা থেকে আটক করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, হেনস্তার শিকার বিশ্ববিদ্যালয়ছাত্রী শুক্রবার সকালে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার নিজাম উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর বিকেলে ধানমন্ডি ১৫ থেকে বছিলা যাওয়ার পথে বাসভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নিজাম উদ্দিন তরুণীর প্রতি অশালীন মন্তব্য ও আচরণ করেন। ঘটনার পর উপস্থিত যাত্রীরা ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন, যা জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে।