ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫,
সময়: ০৮:২৫:৩৪ PM

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’: প্রধান উপদেষ্টা

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
01-11-2025 01:26:34 PM
‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্পসহ বিভিন্ন খাতে সমবায়ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আত্মনির্ভরশীল জাতি হিসেবে এগিয়ে যাওয়া সম্ভব। ড. ইউনূস বলেন, ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ আজ (১ নভেম্বর) যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হচ্ছে। এ উপলক্ষে তিনি সব সমবায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি আরও বলেন, “দেশ ও জনগণের উন্নয়নে গৃহীত যেকোনো কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সামাজিক সম্পৃক্ততা অপরিহার্য। সমবায়ের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ লক্ষ্য অর্জন করা সম্ভব।”

প্রধান উপদেষ্টা মনে করেন, সমবায় সমিতিগুলো শুধু আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং সমাজের নানা সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখছে। দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই।

তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠনে কাজ করছে। বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনে সমবায়ের ভূমিকা অপরিসীম।”

বাণীতে প্রধান উপদেষ্টা ‘৫৪তম জাতীয় সমবায় দিবস, ২০২৫’-এর সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।