ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫,
সময়: ১২:১৬:৫৩ PM

আশুলিয়ায় সড়কে থেমে থাকা বাসে আগুন

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
12-11-2025 10:39:07 AM
আশুলিয়ায় সড়কে থেমে থাকা বাসে আগুন

ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছেন বলে জানা যায়।বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাসে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী। এর আগে ভোর পৌনে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, ভোর পৌনে ৫টার দিকে দুইটি মোটরসাইকেলে করে চারজন লোক এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌছে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে বাসের ভেতরের সব পুড়ে ছাই হয়ে যায়।

বাসচালক আব্দুস সাত্তার বলেন, আমি গাড়ির ভেতরে ঘুমিয়েছিলাম। হঠাৎ বাসে আগুন দেখে জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। বাস থেকে নেমে দেখি চারজন লোক দুটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পড়া ছিল। তাদের দেখে যখন আমি চিল্লানি শুরু করি। তখন তারা ফাঁকা মাঠে গুলি ছুড়ে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমি আমার হাঁটুতে আঘাত পেয়েছি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মাত্র ১০ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে এতে হতাহতের কোনো খবর পায়নি।