ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫,
সময়: ১১:০৭:০০ PM

গাজীপুরে কয়েল কারখানায় আগুন

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
19-11-2025 09:37:05 PM
গাজীপুরে কয়েল কারখানায় আগুন

গাজীপুরের বাঘেরবাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স অয়েল লিমিটেড কারখানায় বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ কারখানায় আগুনের সূত্রপাত হয়। শুরুতে কারখানার নিরাপত্তা কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরিস্থিতি গুরুতর হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে জয়দেবপুর, শ্রীপুরসহ আশপাশের মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কারখানায় দাহ্য পদার্থ ও কয়েল তৈরির কাঁচামাল থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়।

কারখানার শ্রমিক খায়রুল ইসলাম জানান, দুপুরে খাবারের জন্য কারখানা থেকে বের হওয়ার পর বাড়িতে হঠাৎ আগুনের খবর পান। তিনি এবং সহকর্মীরা খাবার না খেয়ে কারখানায় ফিরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, কারখানার পাশেই একটি পেট্রলপাম্প এবং জনবসতি থাকায় আগুনের কারণে এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়। কেউ কেউ বাড়ি থেকে মালামাল সরিয়ে নিরাপদ স্থানে চলে যান। তাপের কারণে পাশের একটি ভবনের জানালা ও দরজার কাচও ক্ষতিগ্রস্ত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে। এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।