তারেক রহমানকে সংবধর্না জানাতে সারাদেশ থেকে নেতা-কর্মীদের জন্য ২৪ ডিসেম্বর ৭টি রুটে বিশেষ ট্রেন ও অতিরিক্ত বগি রিজার্ভের অনুমতি চেয়ে রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিএনপি।দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে রেলপথ মন্ত্রণালয়ের সচিব বরাবর এই চিঠি দেয়া হয়েছে।রুটসমূহ হচ্ছে, কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাই নবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নিলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর ঢাকা।