ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫,
সময়: ০৬:০০:২৮ PM

খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে কর্মীদের ঢল

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
06-05-2025 12:59:49 PM
খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে কর্মীদের ঢল

দীর্ঘ চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে দেশে আসছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত রয়েছেন বিএনপির নেতাকর্মীরা।মঙ্গলবার (৬ মে) সকাল থেকে দেখা যায়, রাজধানীর বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সড়কের একপাশে দাঁড়িয়ে রয়েছেন।বিএনপি নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার-ফ্যাস্টুন হাতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।রাজধানীর ক্ষিলখেত এলাকায় অবস্থান করছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। বিভিন্ন জেলা থেকে আগত ও ঢাকার বিভিন্ন ইউনিটের ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। তারা পিকআপ কিংবা বাসে করে গান বাজাতে-বাজাতে দলের পতাকা, দেশের পতাকা উপস্থিত হয়েছেন নেত্রীকে স্বাগত জানাতে। কেউ-কেউ মাথায় দলের পতাকা লাগিয়ে এসেছেন।খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম, ‘খালেদা, জিয়া, ‘তারেক, রহমান, ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।

সরেজমিনে দেখা যায়, মূল সড়কে কাউকে নামতে দিচ্ছে না পুলিশ ও সেনাবাহিনী। নেতাকর্মীদের ফুটপাতে অবস্থান করে শুভেচ্ছা জানাতে বলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।জানা গেছে, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি বিমানবন্দর থেকে লো মেরিডিয়ান হোটেল পর্যন্ত এলাকায় অবস্থান করবে। ছাত্রদল অবস্থান করবে লো মেরিডিয়েন হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত এলাকায়। যুবদল অবস্থান করবে খিলক্ষেত থেকে হোটেল র‌্যাডিসন পর্যন্ত এলাকায়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করবে হোটেল র‌্যাডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত এলাকায়।স্বেচ্ছাসেবক দল অবস্থান করবে আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত এলাকায়। কৃষক দল অবস্থান করবে বনানী কবরস্থান থেকে কাকলী মোড় পর্যন্ত এলাকায়।শ্রমিক দল অবস্থান করবে কাকলী মোড় থেকে বনানীর শেরাটন হোটেল পর্যন্ত এলাকায়। ওলামা দল, তাঁতী দল, জাসাস, মৎস্যজীবী দল অবস্থান করবে শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত এলাকায়। পেশাজীবী সংগঠনগুলো অবস্থান করবে বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২ পর্যন্ত এলাকায়।মহিলা দল অবস্থান করবে গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত এলাকায়।