ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫,
সময়: ১১:৩১:৩১ PM

ষড়যন্ত্র এখনো থেমে নেই :তারেক রহমান

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
13-12-2025 09:32:18 PM
ষড়যন্ত্র এখনো থেমে নেই :তারেক রহমান
ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে, ফলে আসন্ন নির্বাচন অতো সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোই প্রমাণ করছে তার আগের আশঙ্কা সত্য হতে শুরু করেছে। শনিবার সন্ধ্যায় বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, গত কয়েক দিনে ঘটে যাওয়া নানা ঘটনা, বিশেষ করে চট্টগ্রামে বিএনপির প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা চলমান ষড়যন্ত্রেরই অংশ।

তিনি বলেন, নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে ঐক্যবদ্ধ হতে না পারলে দেশ ধ্বংসের দিকে চলে যাবে। অতীতে বিএনপি বারবার দেশকে সংকটের কিনারা থেকে ফিরিয়ে এনেছে উল্লেখ করে তিনি বলেন, কখনো শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে, কখনো খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশকে খাদের কিনারা থেকে উদ্ধার করেছে।

তারেক রহমান আশঙ্কা প্রকাশ করে বলেন, বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী ষড়যন্ত্র এখানেই থেমে থাকবে না, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তবে ভয় বা আতঙ্কে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। বরং মানুষকে সাহস দিতে হবে এবং গণতন্ত্রকামী জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।

তিনি বলেন, যত বেশি ঐক্যবদ্ধ হওয়া যাবে, তত দ্রুত ষড়যন্ত্রকারীরা পিছু হটতে বাধ্য হবে এবং যে কোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার শক্তি একমাত্র বিএনপিরই রয়েছে বলেও দাবি করেন তিনি।

চট্টগ্রাম ও ঢাকায় বিএনপির প্রার্থীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান।

ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এই কর্মশালায় তিনি খাল খনন, স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড, শিক্ষা ব্যবস্থা, বেকার সমস্যা, তথ্যপ্রযুক্তি উন্নয়ন এবং বায়ু ও পানি দূষণ রোধে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, এখন সময় এসেছে ‘আমি কী পেলাম’—এই চিন্তা বাদ দিয়ে দেশ ও জাতির জন্য কী করা গেল, সে বিষয়ে ভাবার। দেশ ও জাতির জন্য কাজ করলে ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ ও সুন্দর জীবন পাবে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, এখন ঘরে বসে থাকার সময় নয়। জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রামের মাঠে নামতে হবে। শেষ পর্যন্ত ভোটের মাঠেই দেখা হবে বলেও জানান তিনি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়