ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫,
সময়: ০১:৪৫:৪৭ PM

সুষ্ঠু ভোট হলে জয়ী হবো: হিরো আলম

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
16-07-2025 01:45:47 PM
সুষ্ঠু ভোট হলে জয়ী হবো: হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে সুষ্ঠু ভোট হলে বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম (হিরো আলম)।সোমবার (১৭ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শন আসেন হিরো আলম।এ সময় বলেন, সুষ্ঠু ভোট হলে জয়ী হবো। জনগণ আমাকে চায়। আমি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে অভিযোগ এনে হিরো আলম বলেন, নির্বাচনে ৬০০ এজেন্ট নিয়োগ দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত ১২ কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়েছে। সকাল থেকে আমরা নির্বাচন কমিশনে ফোন দিচ্ছি। কিন্তু কোনো ধরনের সহায়তা পাচ্ছি না।