ঢাকা, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬,
সময়: ০৪:৩৫:২৬ PM

সাভারে নৌকা প্রার্থীর উঠান বৈঠক

এস এম মনিরুল ইসলাম,সাভার:
10-01-2026 04:35:26 PM
সাভারে নৌকা প্রার্থীর উঠান বৈঠক

ঢাকা-১৯ আসনে নৌকার মনোনীত প্রার্থী ডা. ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের পক্ষে উঠান বৈঠক করেছেন সাভার পৌর আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।৩ জানুয়ারি বুধবার সাভার পৌর ৭ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. হাফিজ উদ্দিনের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।সাভার পৌর ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের নৌকার মনোনীত প্রার্থী ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।এ সময় ডা. এনাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-১৯ আসনে আবারও নৌকা উপহার দিয়েছেন। তাই আমরা সকলে আগামী ৭ জানুয়ারি বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে আরও সুসংগঠিত করবো।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আ. লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান, ৭নং ওয়ার্ড আ.লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হান্নান, রায়হান,শরিফ প্রমুখ।