ঢাকা, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬,
সময়: ০৭:৪৯:৫৭ AM

কালাপাড়ার সন্তান বরিশালের অতিরিক্ত কমিশনার

জেলা প্রতিনিধি।। দৈনিক সমবাংলা
11-01-2026 07:49:57 AM
কালাপাড়ার সন্তান বরিশালের অতিরিক্ত কমিশনার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কৃতি সন্তান সর্বজন আহসান হাবীব বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে তিনি এনডিসি ও একাধিক উপজেলা নির্বাহী কর্মকর্তা, পরে স্থানীয় সরকার বিভাগের পরিচালক( ভারপ্রাপ্ত) পদে কর্মরত ছিলেন। মো. আহসান হাবীব বরিশাল জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক, দায়িত্ব পালন করেন। এরপর উপসচিব পদে পদন্নোতি পাওয়া পর তিনি বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসার ও বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছর তাঁকে বরিশাল বিভাগীয় কমিশনার অফিসের স্থানীয় সরকার বিভাগের পরিচালক পদে বদলি করা হয়। আহসান হাবীব মিঠাগঞ্জ ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবারের বিজ্ঞ আইনজীবী ও কলাপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মৃত আবুল হাসেম মিয়ার দ্বিতীয় পুত্র। আহসান হাবীব এর বড় ভাই প্রবীণ সাংবাদিক এইচ,এম আকবর গতকাল সন্ধ্যায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাব হলরুমে চায়ের আড্ডায় এই তথ্য প্রকাশ করেন। এ সময় কলাপাড়া রিপোর্র্টস ক্লাবের সকল সদস্যরা তাঁর মঙ্গল কামনা করেন।