ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫,
সময়: ০২:০৫:০০ AM

আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি : সিইসি

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
09-12-2025 04:41:01 PM
আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি : সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, “আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি।” মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান সিইসি।বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বিচার বিভাগের সহযোগিতা চেয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এ সময় প্রধান বিচারপতি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে পৌঁছান সিইসি। দেশে নির্বাচনী তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী নির্বাচন কমিশনের সদস্যরা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন। তবে এবার সিইসি একাই তার সচিবকে সঙ্গে নিয়ে সাক্ষাৎ করেন।

বৈঠকে সীমানা–সংক্রান্ত মামলা ছাড়াও তফসিল ঘোষণার পর সম্ভাব্য রিট যাতে নির্বাচনী কার্যক্রমকে ব্যাহত না করতে পারে—এ বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি নির্বাচন পরিচালনার সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের বিষয়েও কথা বলেন সিইসি।