ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫,
সময়: ১১:৪৪:১১ PM

ফেব্রুয়ারিতে আসছে নতুন রাজনৈতিক দল

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
23-01-2025 08:42:16 PM
ফেব্রুয়ারিতে আসছে নতুন রাজনৈতিক দল

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘ইতোমধ্যে জাতীয় নাগরিক কমিটি ২০০ থানা কমিটি করেছে। জানুয়ারির মধ্যে চার শতাধিক থানা কমিটি হয়ে যাবে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কাজ করছে।আগামী ফেব্রুয়ারির মধ্যে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে রংপুরের কারমাইকেল কলেজে কাউনিয়া ও পীরগাছায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।আখতার হোসেন জানান, তারা এখনো রাজনীতিক দলের নাম ঠিক করেননি। কিন্তু বিভিন্ন জনের কাছ থেকে একশোর বেশি নাম প্রস্তাব এসেছে।সে নামগুলো থেকে চূড়ান্ত নামকরণ করা হবে।