
২২ সেপ্টেম্বর শুক্রবার ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।তিনি বলেন, বিএনপি অত্যাচার নির্যাতন করে নির্বাচন বানচাল করছে। বিএনপি জামায়াত দল এখন তিন ভাগে বিভক্ত একটি খালেদা জিয়ার দল, তারেক জিয়ার দল ও একটি তৃণমূল দল। বিএনপির জামাত সরকারের আমলে দেশ ছিল সন্ত্রাসের ভূমি। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী।নসরুল হামিদ বিপু আরো বলেন, জিনজিরা একটি পরিচিত ব্যবসায়ী কর্মস্থল হিসেবে বাংলাদেশ নয়, বিশ্ববাসীর কাছেও পরিচিত। এছাড়া কেরানীগঞ্জ এক সময় সন্ত্রাসীদের আবাসস্থল ছিল এখন আর কেরানীগঞ্জে কোন সন্ত্রাসী নেই।আওয়ামীলীগ সরকারের একটি বড় চ্যালেঞ্জ ছিল কেরানীগঞ্জকে সন্ত্রাসমুক্ত করা। আওয়ামীলীগ সরকার নৈরাজ্যে বিশ্বাস করে না, আমরা উন্নয়নে বিশ্বাস করি। আমরা কেরানীগঞ্জে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাট উন্নয়নের রোল মডেল করেছি। আমাদের সরকার গৃহহীন ও ভূমিহীনদের ঘর প্রদান করে কেরানীগঞ্জকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করেছে।
তিনি বলেন, বিএনপি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জামানত হারাবে। আমি বিশ্বাস করি শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তাতে সাধারণ মানুষ আমাদের আবারো নৌকায় ভোট দিবে।জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মোঃ মোস্তাক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ সাকুর হোসেন সাকু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই মামুন প্রমুখ।