ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫,
সময়: ১০:৫০:৫৯ AM

পল্টনে মুখোমুখি পুলিশ-বিএনপি

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
18-11-2025 10:50:59 AM
পল্টনে মুখোমুখি পুলিশ-বিএনপি

রাজধানীর পল্টনে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। বিজয়নগর পানির ট্যাংকির কাছে টায়ারে আগুন লাগিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন বিএনপি কর্মীরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টার পর পল্টন-বিজয়নগর এলাকায় দেখা যায় এমন চিত্র।এছাড়া, কাকরাইলে বিএনপি-পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেশ কয়েকটি স্থানে আগুন দেওয়া হয়েছে। কাকরাইল অডিট ভবনের সামনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বিজিবিও।