ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫,
সময়: ০২:০০:৪৩ AM

আ’ লীগের সমাবেশে দলে দলে নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
03-08-2025 02:00:43 AM
আ’ লীগের সমাবেশে দলে দলে নেতাকর্মীরা

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা।বুধবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গিয়ে দেখা যায়, খন্ড খন্ড মিছিল নিয়ে আসছেন আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনেকে জাতীয় পতাকা মাথায় বেধে আসছেন। অনেকে আবার নৌকার ক্যাপ মাথা দিয়ে বিভিন্ন সাজে সেজেছেন।সামবেশ উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশে যোগ দিতে আসা শ্রমিকলীগ নেতা মোহাম্মদ আলী জানান, বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই। বিদেশী শক্তিকে আমরা ভয় পাই না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে।এছাড়া আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।