ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫,
সময়: ০২:২৭:০০ PM

হাতে হাত রেখেই শেষ নিশ্বাস! স্ত্রীসহ‘সহমরণ’!

ডেস্ক রিপোটার।। দৈনিক সমবাংলা
13-05-2025 02:27:00 PM
হাতে হাত রেখেই শেষ নিশ্বাস! স্ত্রীসহ‘সহমরণ’!

এ জীবনের থেকে মরণও ভাল! এক সঙ্গেই এমন সিদ্ধান্তে পৌঁছেছিলেন নেদারল্যান্ডসের প্রাক্তন প্রধানমন্ত্রী দ্রিস ভান অঘ্ট এবং তাঁর স্ত্রী ইউজিনি। তাই ৭০ বছরের দাম্পত্য জীবনের ইতিও টানলেন এক সঙ্গে। হাতে হাত রেখে স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করে।গত সোমবার দ্রিস-ইউজিনি আইনি পথে নিষ্কৃতি মৃত্যুর (ইউথেনেশিয়া) পথ বেছে নিয়েছেন বলে জানা গেল প্রেমের দিবসে। দু’জনেরই বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘ দিন ধরে তাঁরা বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। দ্রিস একটি মানবাধিকার সংস্থার কর্ণধার ছিলেন। তাদেরই তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, কোনও ‘স্পেশাল ক্লিনিক’ নয়, গ্রামের বাড়িতেই নিষ্কৃতি মৃত্যুর পথ বেছেছেন দু’জনে।বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুর সময়ও পরস্পরের হাত ধরে রেখেছিলেন দ্রিস-ইউজিনি। একই সঙ্গে বিষ ইঞ্জেকশনের মাধ্যমে তাঁরা মৃত্যুবরণ করেন। প্রসঙ্গত, ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী পদে ছিলেন দ্রিস। ‘ক্রিশ্চান ডেমোক্র্যাটিক আপিল পার্টি’র প্রতিষ্ঠাতা নেতাও ছিলেন তিনি। নিষ্কৃতি-মৃত্যুর প্রবণতা ক্রমশই বাড়ছে নেদারল্যান্ডসে। গত বছর সরাকরি অনুমতি নিয়ে ২৯ যুগল স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন সে দেশে।