ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫,
সময়: ০৮:২১:৩০ AM

এক্সক্যাভেটর উল্টে চালকের মৃত্যু

এ কে আজাদ, খাগড়াছ‌ড়ি জেলা সংবাদদাতাঃঢাকাপ্রেস২৪.কম
03-08-2025 08:21:30 AM
এক্সক্যাভেটর উল্টে চালকের মৃত্যু

খাগড়াছড়ির জেলার রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার সময় এক্সক্যাভেটর উল্টে চালকের মৃত্যু হয়েছে।শনিবার রাত ১২টায় পর উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পু‌লিশ।নিহত মিজানুর রহমান (৩০) নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কবিরহাটের বাসিন্দা।রামগড় থানার এসআই কাজী মোহাম্মদ জাকারিয়া জানান, সংবাদ পেয়েই রামগড় থানার পরিদর্শক (তদন্ত) ফখরুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শনে আসি। এক্সক্যাভেটর মেশিনটি জব্দ করা হয়েছে।নিহতের মরদেহ উদ্ধার করে রামগড় থানায় নিয়ে আসা হচ্ছে বলে জানান এসআই জাকারিয়া।